অপদার্থ.......

লিখেছেন লিখেছেন ইসহাক মাসুদ ১৬ মার্চ, ২০১৪, ০৫:১৩:২৬ বিকাল

গ্রামের সহজ সরল যুবক বাহাত্তর খান, বয়স ৩৮, কখনো কোন মেয়ের দিকে চোখ তুলেও তাকায়নি। তার সম সাময়ীক সকল বন্ধুরা বিয়ে শাদির কাজ অনেক আগেই সেরে ফেলেছে। তার বন্ধুদের মধ্যে একাত্তরখান ও পঁচাত্তরখান তার খুব ঘনিষ্ট। একদা বিকেলে সকল বন্ধুরা মিলে গরুর মাংস দিয়ে তন্দুরী রুটি খাচ্ছিল এত্তবসরে ঠাট্টার ছলে পঁচাত্তর খান বললো, বাহাত্তর! তুই এবার বিয়ে করে ফেল, বিয়েতে অনেক মজা।

বাহাত্তরঃ কেমন মজা?

একাত্তরঃ শুন্! গরুর মাংস মজা না? তন্দুরী রুটি দিয়ে মাংস খেতে যেমন মজা তার চাইতেও বিয়েতে অনেক মজা।

বাহাত্তরঃ হ্যাঁ দোস্ত! রাতে অনেক খিদে লাগে। কেউ খেতে দেয় না। বউ যদি খেতে দেয় তাহলে বিয়ে করা উত্তম। তোরা বিয়ের ব্যবস্থা কর আমি বিয়ে করব।

বন্ধু-বান্ধব ও পরিবারের লোকজন মিলে পার্শ্ববর্তী গ্রামের আবুলের মেয়ে অষ্টাদশীকে বিয়ে করিয়ে নিয়ে এলো। অষ্টাদশী দরিদ্র পিতার অসম্ভব সৌন্দর্য্যের উর্বষী কন্যা। অভাবে পিতা বাহাত্তরের নিকট বিয়ে দেয়।

বাসর রাতে বাহাত্তর দুটি তন্দুরী রুটি কিনে বৌয়ের কাছে যায়। অষ্টাদশী মনে করেছিল, তার পতিদেব বউয়ের জন্য বাসর রাতে তন্দুরী রুটি নিয়ে এসেছে। কিন্ত না, বাহাত্তর রুটি নিয়ে বউয়ের কাছে যেতে ভয় পাচ্ছিল। স্বামী হাব-ভাব দেখে অষ্টাদশী ঈষৎ ক্ষেপে স্বামীকে লক্ষ্য করে বললো, কি হলো? কিছু কর! বাহাত্তর হন্তদন্ত হয়ে রুটি নিয়ে বউয়ের কাছে এবং রুটি গুলো ছিঁড়ে ছিঁড়ে বউয়ের শরীরের সাথে ঘষে ঘষে খাচ্ছে এবং বন্ধুদের কথানুযায়ী গরুর মাংসের ন্যায় মজা না পেয়ে মনে মনে বিরক্ত হচ্ছে। স্বামী কার-কান্ড দেখে অষ্টাদশী ভিতরে ভিতরে প্রচন্ড ক্ষেপে যায়। মুখে শুধু অপদার্থ! বলে শুয়ে যায়। বাসরের প্রথম রাত তাই অষ্টাদশী এর বেশি কিছু বলে নাই, বেশি কিছু করে নাই।

পরদিন বাহাত্তর বন্ধুদেরকে খুব গালমন্দ করলো, শালারা! তোরা বলেছিস বউয়ের কাছে গরুর মাংসের চেয়ে বেশি মজা আছে অথচ আমি গত রাতে রুটি নিয়ে ঘষে ঘষে খেয়ে দেখলাম কোন মজা পাইনি।

বন্ধুরা অট্টহাসি দিয়ে কিছুক্ষণ গড়াগড়ি করলো এবং হাসতে হাসতে বললো, আরে শালা! এ মজাতো সে মজা না। ....

..............................................................

আমার এক রসিক শিক্ষক ছিলেন, মহতারাম ক্বারী অলি উল্লাহ সাহেব (দাঃবাঃ) তিনি আমাদেরকে ক্বেরাতের ঘন্টার মাঝে মাঝে রস জমানো জন্য এ ধরনে অনেক গল্প বলতেন। আজ তাঁকে খুবই মিস করছি। হঠাৎ কেন জানি উনার কথা মনে পড়লো সাথে এ গল্পটি, তাই পাঠকদের জন্য লিখা।

বিষয়: বিবিধ

১৩৭০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

193085
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৯
নীল জোছনা লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor এত সুন্দর একটা লেখা উপহার দেয়ার জন্য অশেষ ধন্যবাদ। পড়ে সেইরাম মজা পাইলাম। বেচারা পতি আহারে
193113
১৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:৫০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : Crying Applause Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
কিভাবে খেতে হয় তা না জানলে মজা আসবে কোথা থেকে.......

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File